অনুসন্ধান নিউজ :: নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া নতুন মসজিসের সামনে হেল্পার্স ইউনিট সিলেটের উদ্যোগে গরিব অসহায় মানুষের সুবিধার্থে ‘মানবতার দেয়াল’ নামক ঘরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বনকলাপাড়া নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী এলাকার প্রবীন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাজী ময়নুল হুসেন, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মখলিছ আহমদ, পপুলার ফার্মেসী এবং পপুলার ডেন্টালের মালিক বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ, মেট্রো-মেডিকেয়ার ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সদস্য মনির আহমদ, মানিক মিয়া, এডভোকেট আব্দুল্লাহ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বনকলাপাড়া নতুন মসজিদ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং হেল্পার্স ইউনিট সিলেটের সভাপতি ইকবাল হোসেন বাচ্চু, বনকলাপাড়া নতুন মসজিদ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম চৌধুরী তায়েফ, নতুন মসজিদের ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব মুরাদ আহমদ, কায়েস আহমদ ফয়সল, জাহির হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আখলিছ আহমদ, স্থানীয় বাসিন্দা জামাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন নতুন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাসুক।
উল্লেখ্য ‘মানতবার দেয়াল’ ঘরে নতুন-পুরাতন কাপড় সহ সব ধরনের খাদ্য সামগ্রীও সাহায্য হিসেবে রাখা যাবে এবং যে কেউ প্রয়োজনমত বিনা অনুমতি ব্যতিরেখে নিতে পারবেন।