শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয় : উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদল নেতা শাকিলের মায়ের ইন্তেকাল, মদন মোহন কলেজ ছাত্রদলের শোক সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান-আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেটে জব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি ও মহিষ এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান

সিলেটে আ.লীগ নেতা মিসবাহের গাড়িবহরে ককটেল বিস্ফোরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে সিলেট রিটার্নিং কর্মকর্তার কাছে মনেনয়নপত্র দাখিল করতে আসেন। ফেরার পথে তার গাড়িবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।-আনিস মাহমুদ
সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে সিলেট রিটার্নিং কর্মকর্তার কাছে মনেনয়নপত্র দাখিল করতে আসেন। ফেরার পথে তার গাড়িবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।-আনিস মাহমুদছবি: প্রথম আলো

সিলেট-১ (নগর ও সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বাসায় ফিরছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় তাঁর বহরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নগরের দরগাগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

মিসবাহ উদ্দিনের অনুসারীরা জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানে মিসবাহ উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি প্রায় ৫০০ কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ককটেল বিস্ফোরণের পরপরই মিসবাহ উদ্দিন তাঁর গাড়ি থেকে নামেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা দুর্বৃত্তদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণকারীরা পালিয়ে যায়।

যোগাযোগ করলে মিসবাহ উদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘একটা মহল চাইছে, আমি যেন নির্বাচন না করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই মহলই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এসব করে আমাকে নির্বাচন থেকে পিছু হটানো যাবে না।’ তবে ওই মহলে কারা, তা মিসবাহ উদ্দিন স্পষ্ট করেননি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে।’সূত্র :: প্রথম আলো

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain