শিরোনাম :
এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ

সিলেট মহানগর আ. লীগের ২৭ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান এর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভাপতি দিলোয়ার হোসেন রাজা, কামাল আহমদ, মো. সাজুওয়ান আহমদ, হাজী মো. জুনু মিয়া, মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মো. ছয়েফ খান, আনোয়ার হোসেন, রুকন আহমদ, আব্দুস সালাম সাহেদ, কয়েছ আহমদ কয়েছ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আলকাছ, সাবেক কমিশনার চন্দন রায়, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাছুম, মোস্তফা দিলওয়ার আল আজহার, আনোয়ারুস শাদাত শাদত, শেখ মো. সুরুজ আলী, সেলিম আহমদ সেলিম, সোয়েব বাসিত, মো. মঈনুল ইসলাম মঈন, বিজয় কুমার দেব, শেখ সুহেল আহমদ কবির, বদরুল ইসলাম, দেলওয়ার আহমদ জগলু, জাহিদুল হাসান মাসুদ, মো. জাহিদ খান সায়েক, মো. বদরুল ইসলাম বদরু।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপি হত্যা ও লুটপাটের রাজনীতি করে। হরতাল-অবরোধের নামে নৈরাজ্য কোন অবস্থায়ই মেনে নেয়া যাবে না। তারা দেশের ও জনগণের শত্রু। বিএনপির গুজব, মিথ্যাচার, দুর্নীতি-দুর্বৃত্তায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্ভর রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা মানেই অর্থনৈতিক সমৃদ্ধি। বাংলাদেশের আস্থার প্রতীক। আধুনিক বাংলাদেশের নির্মাতা। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই আজকের ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। আমাদের সবার অনুকরণীয় দৃষ্টান্ত।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain