শিরোনাম :
এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ

মোগলাবাজারে জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিলো মানুষের কল্যাণ করা। আগামী সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে অতীতের ন্যায় এই আসনের মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাবো। আমার বিশ্বাস আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।
তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মোগলাবাজারস্থ নিজ বাড়িতে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ এর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করছি। আমার এলাকার মানুষেরা আমাকে ভালোবাসেন, যার প্রমাণ আমি অতীতে পেয়েছি। কিন্তু আমার বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল। এবারের নির্বাচনে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় আমরা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের বিজয়কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে।
এলাকার বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আফতাব এর সভাপতিত্বে ও হাসান আহমেদ এবং এনামুল কবির এর যৌথ পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির নেতা আলতাফুর রহমান আলতাফ, আহসান হাবিব মঈন, বাশির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মো. তাজ উদ্দিন এপলু, মো. মুরশেদ খান, মো. নাজির হোসেন, মো. কয়েছ আহমদ, মালাই আহমদ, মো. জাহাঙ্গীর খান, মাসুক আহমদ, মো. আখতার হোসেন, মামুনুর রশীদ মামুন, বুলবুল আহমদ, মো. গোলাম রাসুল জিতু, ফখরুল ইসলাম, মো. আলা উদ্দিন, মো. সেলিম আহমদ, হাসানুর রশিদ, সজিব আহমদ, আফজল আহমদ, মিন্টু আহমদ, মো. কালাম রাজা সাহেদ, এডভোকেট মঈনুল ইসলাম, হোসেন আহমদ হুশিয়ার, আমির উদ্দিন রতন, সানাউর রহমান মুসা প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক মোগলাবাজারে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন এবং আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain