শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না- সরওয়ার হোসেন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দলমত নির্বিশেষে সব মানুষ আমার কাছে আসতে পারবেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, আজীবন পাশে থাকতে চাই। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু। মহৎ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে এসেছি। আমি শুধু দুই উপজেলার মানুষের জন্যই নয়, প্রবাসীদের জন্যও কাজ করতে চাই।
সোমবার (১ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মোকামবাজারে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান।
তিনি আরও বলেন, আমি কোন গ্রæপিং করার জন্য আসিনি। এলাকার উন্নয়নই হবে মূল কাজ। আমির নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত- স্মার্ট গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপহার দিব।
বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, এ নির্বাচন সত্য ও ন্যায়ের পক্ষে ভোটাধিকার প্রয়োগের নির্বাচন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার নির্বাচন। তিনি ৭ জানুয়ারি ঈগল প্রতিকে ভোট প্রার্থনা করেন।
গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলু বলেন, সময় এসেছে সিন্ডিকেট ভাঙ্গার। এ এলাকার মানুষ এবার সঠিক রায় প্রয়োগ করবে। জনসভায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। এর আগে সরওয়ার হোসেন ভাদেশ্বরের বিভিন্ন গ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন তিনি।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। কিন্তু একটি পক্ষ ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব গুজবে কান দিবেন না। আগামী ৭জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-৬ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না।
সোমবার সকাল থেকেই তিনি ভাদেশ্বর ইউনিয়নের মেহেরেপুর, কোনাগ্রাম, খুলিয়া পাত্তন, কাটাখালিপার, গোয়াসপর শেখপুর, হাওরতলা ও মীরগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসব গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain