অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করের পাড়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও লুটপাট এর প্রতিবাদে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল রাতে করের পাড়াস্থ এলাকায় এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিদ্দেক আলীর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব এর পরিচালনায়
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা, মহানগর আওয়ামী লীগের সদস্য সাব্বির খান, এডঃজাহিদ সরোয়ার সবুজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন ডঃঅররুন কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, লিটন পাল, সন্তোষ দেব, যুবলীগ নেতা সাহেদ আহমদ, আনিসুর রহমান তিতাস, আব্দুল মুনিম, আনসার আহমদ, তাজ উদ্দিন, নিপেন্দ্র, কুমার দে, নিপু, বিজিত দাশ, নারায়ন ঘোষ, শীতল ঘোষ, শ্রমিকলীগ নেতা আব্দুল করিম পাখি, পুলক সরকার, ছাএলীগ নেতা ইমন দত্ত, নয়ন পাল, রাগীব আলী ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া গৌতম দেব, সৈয়দ নজরুল ইসলাম, লেবু মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃত্ব প্রমুখ।
প্রতিবাদ সভার বক্তারা বক্তব্য বলেন , আমাদের আওয়ামী লীগের আঞ্চলিক অফিস বিনা নোটিশে ভাংচুর ও মালামাল উঠে নেওয়া একেবারে সঠিক হয়নি, কেন আমাদের সংগঠনে অফিস ভাংচুর করা হয়েছে এবং বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও লুটপাট করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা সবাই চাই য়ারা এই ঘটনা ঘটেছে তাঁরাই অবিলম্বে পূণরায় আঞ্চলিক অফিস মেরামত করিয়ে দেওয়া দাবীতে আগামী ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলেও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ ৮নং ওয়ার্ডের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে সাথে নিয়ে,যারাই এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়।