নিউজ ডেস্ক :: অধিনায়ক এনামুল হকের ব্যাটে আবারও আস্থা খুঁজে পেল খুলনা টাইগার্স। ওপেনিংয়ে নেমে দলীয় সর্বোচ্চ ৬৭ রানের হার না মানা ইনিংস খেলে খুলনাকে ১৫৩ রানের পুঁজি এনে দিয়েছেন এনামুল।
প্রথম চার ম্যাচ টানা জয়ের পর ছন্দপতন হয় খুলনার। বরিশাল এবং খুলনার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বসে তারা। তাই তো সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক এনামুল। আর ব্যাটিংয়ে নেমে নিজেই খেলেন দলের পক্ষে সবচেয়ে জ্বলজ্বলে ইনিংস।
এনামুলকে যোগ্য সঙ্গ দেন পাঁচে নামা তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। তার ৩০ বলে তিনটি করে চার-ছক্কায় সাজানো ৪৩ রানের ইনিংসে দেড়শ ছাড়ায় খুলনার সংগ্রহ।
এনামুল এবং সোহানের ব্যাটিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি সিলেটের বোলাররা। দলটির পক্ষে একটি করে উইকেট পান তিন বোলার সানজামুল ইসলাম, সামিট প্যাটেল এবং বেন হাওয়েল।
৮ ম্যাচ খেলে মোটে দুই জয় পাওয়া সিলেটের সামনে চ্যালেঞ্জ ১৫৪ রানের।