অনুসন্ধান নিউজ :: সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের আড্ডা শুক্রবার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক ছাত্ররা পুরোটা দিন উপভোগ করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালী, স্মৃতিচারণ, আড্ডা, খেলাধুলা সহ নানা আয়োজন। বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ বঙ্গবন্ধু কে নিয়ে রচিত বিভিন্ন লেখকের শিশুতোষ বই প্রদান করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান কে বিশেষ সম্মান না স্মারক প্রদান করা হয়।
এসময় সাবেক ছাত্রদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল ও শামস মো. জাবেদ সুফিয়ান, ব্যবসায়ী মোয়াজ্জেম বখত, আমিনুল আহাদ, আব্দুল মুমিত, আসাদুল হক আসাদ, বীমা কর্মকর্তা শাহনেওয়াজ গনি কনক, ব্যাংক কর্মকর্তা কাজি মুকিত সুমন, প্রকৌশলী আব্দুল বাছিত, সংস্কৃতি কর্মী সুপ্রিয় দেব শান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি