সিলেটে ৭ জুয়াড়ি পুলিশের জালে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটস্থ হোটেল মারজান আবাসিক এর সামনের ফাঁকা জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিন সুরমা কদমতলী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ইমাম হোসেন (৪৮), সুনামগঞ্জের ছাতক থানর সোনা মিয়ার ছেলে হাসিম মিয়া (৩৩), সিলেটের মোগলাবাজার থানার গরিব উল্লাহর ছেলে আতাউর রহমান (৩০), সিলেটের মোগলাবাজার থানার ফয়েজ উদ্দিনের ছেলে আল আমিন (৩১), দক্ষিন সুরমা এলাকার মৃত অনিল রায়ের ছেলে রিংকু রায় (২২), সিলেটের যতরপুর এলাকার মৃত মনি রায়ের ছেলে লিটন রায় (৪৮), সিলেটের কালিঘাট এলাকার লায়েক মিয়ার ছেলে বাপন আহমেদ (৩২)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain