শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্জারি করে বলিউড অভিনেত্রী নির্যাতনের শিকার!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: বলিউডে ‘রোড’ সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে পথচলা শুরু করেন অভিনেত্রী কোয়েনা মিত্র। পরবর্তিতে ‘আপনা স্বাপ্না মানি মানি’, ‘মুসাফির’সহ কয়েকটি সিনেমায়ও তাকে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েনা জানান, প্লাস্টিক সার্জারি করানোর পর থেকে তার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তিন বছর ধরে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
অভিনেত্রী বলেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এখানকার নিয়ম-কানুন জানতাম না। প্রকাশ্যে সার্জারির কথা বলা যাবে না তা জানা ছিল না। কেউ একজন আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছিলাম, হ্যাঁ সার্জারি করিয়েছি। এরপর সবাই আমার পিছে লাগে। সার্জারির জন্য টানা তিন বছর নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। এর কারণে ইন্ডাস্ট্রির অনেকেই আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এর প্রভাব আমার কাজেও পড়েছে।
যদিও প্লাস্টিক সার্জারি করানো নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়ে ‘সাকি সাকি’ খ্যাত অভিনেত্রী বলেন, প্লাস্টিক সার্জারি নিয়ে আমার কোনো অনুশোচনা ছিল না এবং হবেও না। যা করেছি, আমারই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারিনি, এটি নিয়ে অন্যদের সমস্যা কী? আমার মুখ, আমার জীবন, আমি যা খুশি করব, এতে অন্যের কী?
এছাড়া বলিউডে স্বজনপ্রীতি ও দলাদলির শিকার হয়েছেন জানিয়ে কোয়েনা বলেন, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এই অভিযোগ আমার আজীবন থাকবে। আমার পাশে দাঁড়িয়ে তারা কখনো সরাসরি কোনো কথা বলেনি।
উল্লেখ্য, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে দেখা গিয়েছিলো কোয়েনাকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain