অনুসন্ধান নিউজ :: সুগতানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র সহযোগিতায় সিলেটে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গত শুক্রবার, দলদলি চা বাগান এলাকায় সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ মহানাম ভিক্ষু’র সভাপত্বিতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট এর বিভাগীয় প্রধান, মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া, উদ্বোধক ছিলেন এডভোকেট এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, বিশেষ অতিথি ছিলেন দলদলি চা বাগানের সভাপতি মিন্টু দাশ, বিশেষ অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, আংশুমান মারমা, সংগীত শিল্পী হাসান শহিদ হাসনু, এবিসিলেট টিভির চীফ রিপোর্টার আবুল বশর। বিতরণ কাজে চট্টগ্রাম থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি সমাজের সকলের ও সামাজিক রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো।