দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয় সিলেটের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো প্রধান শিক্ষক বেগম নুছরত হককে। গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তার পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, বেগম নুছরত হক শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, যিনি শিক্ষার্থীদের জীবন গঠনে অবদান রেখেছেন। তার পেশাগত সাফল্য, শিক্ষার্থীদের প্রতি তার অসামান্য ভালোবাসা এবং শিক্ষার উন্নয়নে তার নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের শিখরে পৌঁছেছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।
আবেগঘন বিদায় ভাষণে বেগম নুছরত হক বলেন, আমি গর্বিত যে এতগুলো বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা সবসময় আমার অনুপ্রেরণা ছিলেন। তিনি তার জীবনের এই নতুন অধ্যায়কে সৃষ্টিশীল কাজে ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সুচরিতা দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জহুর আহমদ, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ বেগম, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরীন রোজী, সরকারি অগগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ফেরদৌসী খানম চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুষেন রঞ্জন তালুকদার, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ।
অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন ও উপস্থিত, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের সদস্য শামীমা আক্তার, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক অলকা দাশ তালুকদার, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাইম হোসেন, পলাশ মিয়া, আনোয়ার হোসেন, মো. ফারুক আহমদ, অনিকা জাহান জুঁই, অভিভাবক মাহমুদুর রহমান, প্রধান শিক্ষক বেগম নুছরত হকের মেয়ে নূরে জাবিন সূচি।
স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মো. তাহমিদ খান সানি, মো. রাফাতুল ইসলাম সানি, সাদিয়া আফরিন স্নিগ্ধা, স্নেহা চন্দ্র, রাইসা বিনতে ওমর, পিয়াসা নাথ, তাওহিদ হাসান সালমান, রাহাত হাসান সৌরভ, নুসরাত জাহান, ভাগ্যশ্রী রায় দিয়া, সৈয়দ সালমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক বেগম নুছরত হকের সম্মানে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা তাকে সম্মান জানিয়ে একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৭ম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ হাবীব ও গীতা পাঠ করে ৭ম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain