অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক দফা ভার্চুয়ালি বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় আসার প্রস্তাব দেন। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।
এ অবস্থায় আজ দুপুরে পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে দীপু মনির বৈঠক হওয়ার কথা ছিল। তবে এদিন বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থী ইয়াছির সরকার বলেন, ‘আজ দুপুরে শিক্ষামন্ত্রীর প্রতিনিধির সঙ্গে আমাদের সর্বশেষ আলাপ হয়েছে। তিনি আমাদের সম্ভব হলে অনশন ভেঙে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন।
‘তবে আমরা তাকে বলেছি, এতটা মানুষের জীবনের চাইতে একজনের পদ রক্ষা করা কি মূল্যবান। তিনি এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। এরপর তাদের সঙ্গে আমাদের আর কোনো আলাপ হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে কিছুটা সরে না এলে পুনরায় আলোচনা না-ও হতে পারে।
শিক্ষার্থীদের প্রধান দাবি উপাচার্যের পদত্যাগ, এ ব্যাপারে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
এই দাবি থেকে শিক্ষার্থীরা সরে না এলে আলোচনার উদ্যোগ ভেস্তে যেতে পারে।
শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে শনিবার শাবি ক্যাম্পাসে এসেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি রোববার বিকেলে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেও আমার আলাপ হয়েছে। তিনি শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় আসার অনুরোধ জানিয়েছেন। অনশনরত শিক্ষার্থীদের কষ্ট তিনি মেনে নিতে পারছেন না।’
নাদেল বলেন, ‘শিক্ষামন্ত্রী সব আলোচনায় প্রস্তুত। তিনি শিক্ষার্থীদের জন্য আলোচনা করতে উদ্গ্রীব হয়ে আছেন। কিন্তু আলোচনা যৌক্তিকভাবে করতে হবে। শিক্ষার্থীরা যদি নিজ দাবিতে অনড় থাকেন, তাহলে আলোচনা কতটুকু সফল হবে সেই প্রশ্ন থেকে যায়।
‘শনিবারের আলোচনায় শিক্ষামন্ত্রী একটি ছাড়া শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। বাকি দাবি লিখিত আকারে দিতে বলেছেন। তাদের আইনগত ও অ্যাকাডেমিক সমস্যা যাতে না হয় তা দেখবেন বলেছেন। এই অবস্থায় শিক্ষার্থীদেরও কিছুটা এগিয়ে আসা উচিত।’
এখনও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন জানিয়ে নাদেল বলেন, ‘আমি আজ দুপুরেও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তাদের শিক্ষামন্ত্রীর অনুরোধের কথা জানিয়েছি। আশা করছি তারা মন্ত্রীর অনুরোধ রাখবেন।’
আলোচনায় দুই পক্ষকেই ইতিবাচক মনোভাব নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন নাদেল।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শনিবার মধ্যরাতে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘মন্ত্রী আমাদের অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে সরব না।’
শনিবার রাত থেকে নতুন করে অনশন শুরু করেছেন আরও চার শিক্ষার্থী।