অনুসন্ধান ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ জিয়া প্রবর্তিত কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও তার কালোত্তীর্ণ আদর্শ দেশের মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে। যা আমাদের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রকে সুরক্ষার চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে উৎসারিত।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর উপশহরস্থ ডেন্টাল হসপিটালের সামনে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের জীবনী নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরোও বলেন, কৃতিত্ব ও কীর্তির মাধ্যমে তিনি নিজেকে একজন ক্ষণজন্মা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। প্রকৃতপক্ষে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন বাংলাদেশের মানুষ অনিশ্চয়তা এবং অন্ধকার জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন সাহসী কণ্ঠে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অঙ্কিত রয়েছে, এটা কখনও বাদ দেওয়া সম্ভব হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ইতিহাসের মহান নায়ক, ক্ষণজন্মা পুরুষ, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ জিয়া সম্বন্ধে কোনো বলাই যথেষ্ট হবে না। জিয়া একটি ইতিহাস। জিয়া একটি প্রতিষ্ঠান। জিয়া একটি বৈপ্লবিক চেতনার নাম। জিয়া একটি রাজনৈতিক দর্শন। শহীদ জিয়াউর রহমান তার কর্ম ও আদর্শ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শহীদ জিয়া যে সকল কাজ করে গেছেন, যে আদর্শের উদাহরণ রেখে গেছেন, তাতে যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ মাসুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাফর ইকবাল, এডভোকেট আবু তাহের, জেলা যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান নেছার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম ও সৈয়দ সারওয়ার রেজা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল প্রমুখ।-বিজ্ঞপ্তি