অনুসন্ধান ডেস্ক ::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ গুলজার আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য লেষ্টার বিএনপির সাবেক সভাপতি আল মাহমুদ আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল লতিফ খান, জেলা বিএনপি নেতা মাছুম আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু ও সিলেট জেলা ছাদলের সাবেক সহ সভাপতি শাফরান আহমদ।
কামালবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফিক মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাছির উদ্দীন, কামালবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম মিয়া, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, বিএনপি নেতা মোস্তাক আহমদ, মহানগর ছাত্রদল নেতা শাহদাত আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমদ, বিএনপি নেতা খছরুজ্জামান, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিম, দপ্তর সম্পাদক সাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক হিরণ মিয়া, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শেখরুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরান হোসেন রানা, ছাত্রদল নেতা সুহেল মিয়া, রুশন আলী ও জয়নাল আবেদিন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা ও কামালবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।