শিরোনাম :
সিলেট মার্কেন্টাইল ব্যাংক এর উদ্যোগে করেরপাড়ায় শীতবস্ত্র বিতরণ সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি খৎনা ক্যাম্প সিলেট স্টেশন ক্লাব মহিলা উপ পরিষদের পিঠা উৎসব সম্পন্ন তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের ফল প্রকাশ-পাশের হার ৮৯.১৮% যুক্তরাজ্য বিএনপি সভাপতি মালিকের উদ্যোগে কামালবাজারে শীতবস্ত্র বিতরণ সীমান্তে ২ ভারতীয়সহ ৪৩ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন সীমান্তে ফের ১কোটি ২৯ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি ৯নং ওয়ার্ড বিএনপির বাপ্পু দত্ত’র মা ও জহুর মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ পুলিশ সংস্কার কমিশন-দোষী না হওয়া পর্যন্ত মিডিয়ার সামনে উপস্থাপন করা যাবে না

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি খৎনা ক্যাম্প

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম বলেছেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত মহতি মনের অধিকারী। সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ। তিনি বলেন, দেশ পরিচালনায় যারা আসেন তারা লুটপাট আর দুর্নীতিতে ব্যস্ত থাকেন। দরিদ্র মানুষের ভাগ্যে উন্নয়ন ও কল্যাণে কোন কাজে আসে না। মানুষের মৌলিক অধিকার আদায়ে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্যে ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্তরাইল সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা থানা সভাপতি ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ২৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এসএম মুছা, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক খায়রুল আমিন রাফসান, শ্রমিক নেতা আবুল হুসাইন সামুম, রিমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সন্তানদের ফ্রিতে খৎনা ক্যাম্পের পৃষ্টপোষকতা করায় একজন বিশিষ্ট চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের মহতি কার্যক্রমে অন্যান্য মানবদরদি ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain