অনুসন্ধান ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অমিত সম্ভাবনা থাকা সত্তেও রাজনৈতিক সঠিক ও সৎ নেতৃত্বের কারণে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি ও লুটপাটের কারণে কতিপয় নেতাদের আর্থিক উন্নতি হলেও সমাজের ছিন্নমূল মানুষের কোন উপকার হয়না। জামায়াত সমাজের সকল বৈষম্য দূর করে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। কারণ ইনসাফভিত্তিক সমাজ ছাড়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তির পতনে জামায়াতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে।
তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন দুর্যোগে সামর্থ্যের সবটুকু নিয়ে মানবতার পাশে দাঁড়ায়। শীতে কাঁপছে পুরো দেশ। এতে টাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে সারাদেশের ন্যায় সিলেটেও জামায়াত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি শুক্রবার সকালে নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২৪ ও ৩১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহপরান পশ্চিম থানা আমীর মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সেক্রটারী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আহমদ হোসাইন, হামিদ বক্স মুহিন, সাইফুল্লাহ মো: তোফায়েল, আশরাফুজ্জামান, সালেহ আহমদ, রুমেল আহমদ, সেলিম উদ্দিন ও আব্দুল করিম প্রমুখ।