নিউজ ডেস্ক :: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য, হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি এবং সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ (৪৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু , মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে যুবদলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। রাজপথে আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে যুবদল পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
উল্লেখ্য, সপ্তাহ খানিক আগে মরুহুমের ছোটভাই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার বিকেল ৪টার যুবদলের ৪৩তম প্রতিষ্টাবার্ষিকীর মিছিল শেষে বাসায় গিয়েই বুকে ব্যথা অনুভব করলে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মিয়া মো. ইলিয়াছ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।