গোয়াইনঘাটে কবরস্থানের সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত -১ আটক-৩

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ এই ঘটনায় আরোও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত বাবুল মিয়া( ৪৫) নন্দীরগাঁও ইউনিয়নের সন্দ্রাগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় গত (৩০ জানুয়ারি) গোয়াইনঘাট থানাধীন সালুটিকর এলাকার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপ কে কেন্দ্র করে বাবুল মিয়া গং ও একই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল রহিম গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যায়।

গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তবে এ ঘটনা পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain