অনুসন্ধান ডেস্ক :: অবশেষে ‘আলোর মুখ দেখছে’ দীর্ঘ দিন পর সিলেট সিটি করর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের মেজরটিলা ভাটপাড়া রাস্তার সংযুক্ত সোনাপুর গ্রামের উন্নয়ন রাস্তার প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃস্পতিবার দুপরের ৩১নং ওয়ার্ডস্থত সোনাপুর গ্রামের দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সাড়ে ১৫শ মিটিার লম্বার ১২ফুট প্রস্ত রাস্তার মাঠি ভরাট ও আরসিসি ঢালাই কাজ শুরু। এসময় সোনাপুর, ভাটপাড়া, পশ্চিমভাটপাড়া, মিরেরচক গ্রামের বিিশিষ্ট মুরব্বীগণ যুবকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই উদ্যেগের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে ৩১নং ওয়ার্ডের গ্রামবাসী পক্ষে থেকে আন্তরিক অভিনন্দ ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি রাস্তার প্রকল্পেটি দ্রুত শেষ হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।