অনুসন্ধান ডেস্ক :: দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুঃশাসনবিরোধী আন্দোলনের সৈনিক আবু বক্কর সিদ্দিক বাবু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
এসময় আবু বক্কর সিদ্দিক বাবু বলেন, স্বৈরাচার সরকারের নিপীড়ন, হামলা-মামলার কারণে আমাকে দেশত্যাগ করতে হয়েছিল। কিন্তু আমার হৃদয় সবসময় দেশের মাটিতে ছিল। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের জনগণ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট ছিল। দেশের গণতন্ত্র ছিল নির্বাসিত। অবৈধ হাসিনা সরকার দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তিনি আরো বলেন, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাবো। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বক্তারা বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা এই নেতাকে কঠোর দমন-পীড়নের মুখে দেশ ছাড়তে হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বারবার কারা নির্যাতনের শিকার হন তিনি। স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে নিজের জীবন হুমকির মুখে পড়ায় বাধ্য হয়ে নির্বাসিত জীবন বেছে নিতে হয়েছিল। তবে দলের প্রতি তাঁর অবিচল আস্থা ও সংগ্রামী চেতনাই তাঁকে আবার স্বদেশের পথে ফিরিয়ে এনেছে। সিলেটের ছাত্ররাজনীতিতে অনন্য অবদান রাখা এই নেতা শত শত ছাত্রদল কর্মী ও নেতার গড়ে ওঠার অনুপ্রেরণা ছিলেন। ইলেকট্রিক সাপ্লাই এলাকার কৃতি সন্তান এই সাহসী জননেতার স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সামসু, ৯০ দশকের সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন বাবলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, স্বেচ্ছাসেবক দল মহানগরের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোয়েল, যুক্তরাজ্য বিএনপি নেতা জিলহাদ আহমদ, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, লন্ডন সিটি যুব দলের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর মাসুদ, স্বেচ্ছাসেবকদল নেতা ফাহিম খান, যুবদল নেতা হাবিবুর রহমান জুয়েল, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবির, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, এমসি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু, বিএনপি নেতা জাহেদ আহমদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সদস্য আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এনামুল হক জাবেদ, মহানগর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, আফতাব আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সুমন চক্রবর্তী, শাহেদ আহমদ, পল্লু দে, বদরুল ইসলাম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবেরর আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাসুম প্রমুখ।