অনুসন্ধান ডেস্ক :: দেশজুড়ে চলছে বিএনপির মাঠের কর্মসূচি। ৮ দিনে দেশের ৬৪টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির এই কর্মসূচি। কেন্দ্রীয় নির্দেশনায় সিলেটে আগামী ১৯ ফেব্রুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর এটাই হবে সিলেটে বিএনপির বড় সমাবেশ। এতে ৩০ হাজারের অধিক লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। সিলেট রেজিস্ট্রি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় একাদিক সূত্র জানায়, সিলেটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় আরও নেতারা বক্তব্য রাখবেন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বিএনপির ৮ দিনের মাঠের কর্মসূচির প্রথম দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন- প্রশাসনের এখনো আওয়ামী লীগের দোসররা ঘাঁটটি মেরে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে অপসারণ করা জরুরি।
তিনি আরও বলেন- হাসিনা বলেছিলেন পালাবেন না। পালিয়ে তো গেছেন-ই, তবে যাওয়ার আগে পুরো দেশকে ধ্বংস করে গেছেন। তলাবিহীন ঝুড়ি করেছেন, যেভাবে ৭৪-এ করেছিলেন তার বাবা।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান।
এদিকে, ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজারে অনুষ্ঠিত ওই জেলার সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আরিফুল হক চৌধুরী। এছাড়া ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- ১৯ তারিখের সমাবেশ হবে ৫ আগস্টের পরের সবচেয়ে বড় সমাবেশ। এতে দলের নেতাকর্মীসহ ৩০ হাজারের অধিক লোকসমগম হবে বলে আশা করছি। সমাবেশ সফলের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করছি, আরও করা হবে।তিনি জানান- জেলা শেষে মহানগর পর্যায়ে আলাদা সমাবেশের তারিখ ঘোষণা করা হবে।