অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর মুন্সিপাড়ার ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াকুতুল বাসিত শাহীনের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ জানুয়ারি) মুন্সিপাড়া এলাকাবাসীর উদ্যোগে কুসুমবাগ ২ নং মুন্সিপাড়া বাসায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি এসএম আবজাদ হোসেন আমজাদের সভাপতিত্বে ও মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. এম.এ লাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী ও পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক হাজী আবু বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ং ব্রাদার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির সাবেক মোতাওয়াল্লী ডা. মহি উদ্দিন আহমদ, মো. মোস্তফা কামাল পাশা, আক্তার বাসিত সূজা, কামাল আহমেদ, মো. খোকন, আব্দুল কাদির, মুরব্বী আনিছ উদ্দিন, ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক আব্দুল মান্নান, পঞ্চায়েত কমিটির মুরব্বি আব্দুর রহিম দুদু মিয়া, কবির হোসেন, আব্দুল আউয়াল, জিবেশ কুমার নান্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুহেল বাছিত, সালাহ উদ্দিন আহমদ বাবু প্রমুখ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সহ সভাপতি ও মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের সংবিধান প্রকাশনা কমিটির সদস্য ও সাবেক ক্লাব সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী।
অনুষ্ঠান আয়োজন করেন মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও মাজারের খাদেম মো. জাফর মিয়া, মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুয়েব বাসিত, মো. ইরশাদ আলী, রায়হান আহমদ রাশিদ, এডভোকেট আশরাফ, শাহিন চৌধুরী, মনির হোসেন জীবন, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, ছাত্রলীগের ইসমাইল হোসেন আনন্দ, মুন্না খান, আব্দুস সাত্তার, সেলিম আহমদ, খলিলুর রহমান খোকন, মুজাম্মেল হোসেন তুহিন, মুজাম্মেল হোসেন সাগর, বাসিত আহমদ, কয়েছ আহমদ সহ অর্ধ শতাধিক এলাকাবাসী। বিধায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুন্সিপাড়া জামে মসজিদের খাদেম মো. আব্দুর রব। কেক কাটা, মিষ্টি বিতরণ ও সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান শেষে মুন্সিপাড়া এলাকার হাফিজ মাওলানা ফয়েজ উদ্দিন সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।