শিরোনাম :
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

সিলেট পেশাজীবি পরিষদের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের পেশাজীবিদের স্বার্থরক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় সিলেট পেশাজীবি পরিষদের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর বারুত খানাস্থ একটি হোটেলের হল রুমে পরিষদের মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন পেশাজীবি নেতারা। পরিষদের যুগ্ম আহবায়ক সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক’র সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক সিলেটের সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। বক্তারা বলেন, ২০১৪ সালে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সিলেটের পেশাজীবিদের স্বার্থরক্ষাসহ দেশ ও জাতির কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে, সিলেটের সমাজিক সমস্যাসহ সমগ্রিক অকল্যাণকর বিষয়ের সমাধান কল্পে, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় বাংলাদেশী জাতীয়তাবাদ এর চেতনা প্রতিষ্ঠা, গণতন্ত্রকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রক্ষা, অর্থনৈতিক ও ভৌগলিক আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করতে বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়ানো, মানুষের মনে মুক্তচিন্তার বিকাশ ঘটিয়ে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা ও পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠাতায় কাজ করা যাচ্ছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষষের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট বাণীর সাবেক নির্বাহী সম্পাদক কামাল উদ্দিন আহমদ, ব্যাংকার মুতিউল বারী চৌধুরী খুর্শেদ, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, আসাদুল হক আসাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, পূবালী ব্যাংক কর্মকর্তা শাহাজাহান চৌধুরী, দৈনিক দিনকাল সিলেট ব্যুারো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল হাই রাজন, আনন্দ টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাই টিভি ক্যামেরা পার্সন শাহীন আহমদ, মাসুম আহমদ চৌধুরী, ফারহান আহমদ চৌধুরী, মোফাজ্জল হোসেন পিরু, রুবেল মিয়া, রাধে মল্লিক তপন প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain