অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট আল-মদিনা জামে মসজিদ এর পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আল-মদিনা জামে মসজিদ নির্মাণ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৭টার সময় পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আল-মদিনা জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ও সাবেক মেয়র সিলেট সিটি আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও হুসাইন আহমদ মাছুম রুহানি পরিচালনয়,
উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা বলেছেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফের অংশ। মুসলমানদের হেদায়েতের মারকায। রাসূলে আকরাম সা. এর যুগে এবং খুলাফায়ে রাশেদীনের খেলাফত আমলে মসজিদ ছিল সব কিছুর কেন্দ্র বিন্দু। মুসলমান যতদিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রেখে চলেছে হেদায়েতের উপর রয়েছে। যখন মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তখন তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যদি মুসলমান মসজিদের সাথে তাদের সম্পর্ক জুড়ে নেয় এবং মসজিদ থেকে প্রতি জুমুআয় দিক নির্দেশনামূলক যে বয়ান পেশ করা হয় তা মনে প্রাণে আঁকড়ে ধরে তাহলে তারা আবারও সফলতার স্বর্ণ চূড়ায় আরোহণ করতে পারে। অনেক মানুষ এমন আছে যারা ওয়াক্তিয়া নামাযে মসজিদে উপস্থিত না হতে পারলেও জুমুআর দিন ঠিকই মসজিদে হাজির হয়ে যান।এই দিন মসজিদের মিম্বার থেকে মুসল্লিদের উদ্দেশ্যে যদি দিক নির্দেশনামূলক বয়ান প্রচার করা হয় তাহলে অতি অল্প সময়ে আমাদের এই সমাজে আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ.।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল-মদিনা জামে মসজিদ এর মোতাওয়াল্লী মোঃ খলিলুর রহমান খান, আল মদিনা জামিয়া মসজিদের ইমাম মুফতি মাহফুজ আহমদ, মুফতি আতাউল হক জালালাবাদী । এ সময় উপস্থিত ছিলেন,বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেন, মাহমুদ কমপ্লেক্সের স্বত্বা অধিকারী আব্দু মুমিন,বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবে সভাপতি আব্দুস সাত্তার, বৃহত্তর মদিনা মার্কে ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলি আহমদ, লতিফ ম্যানসনের স্বত্বাধিকারী আব্দুল বাসি মহসিন, সিতারা বেকারি স্বত্বাধিকারী হাবিবু রহমান,ইউসুফ মার্কেটে স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান সাজু, মামুন ডিসকাউন্ট সপের স্বত্বাধিকার তাজ উদ্দি আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল শুকুর, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আজিজ খান সজীব, ফয়জুল হক, মানিক মিয়া, সেলিম আহমদ শিবলী, কামরুল ইসলাম, কবির আহমদ, পাবেল আহমদ, মামুন আহমদ,প্রমুখ। শেষে মোনাজত করেন প্রধান অতিথি মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।