অনুসন্ধান ডেস্ক :: আসন্ন রমজান মাসে যানজট মুক্ত করতে সিলেট নগরীর মদিনা মাকের্ট এলাকায় সচেতনতামূলক প্রচারণা করেছে সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য ওসমান গনির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর মদিনা মাকের্ট এলাকায় সচেতনতামূলক প্রচারণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা ব্যবসায়ীদেরকে বুঝান যে আগামী এক মাস রমজান মাসে যে যানজট মুক্ত করতে নিরাপদ সড়ক ও দখল মুক্ত ফুটপাত ব্যবহারের লক্ষ্যে সিলেট নগরীর মদিনা মাকের্ট এলাকায় সচেতনতামূলক প্রচারণা করা হয়।
রমজান মাসেও বিভিন্ন সংস্থা সড়ক কেটে রাখা হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল বা হাসপাতাল বা মার্কেটে পৌঁছাতে পারে না। এ জনভোগান্তি এড়াতে রমজান মাসে সিলেট মহানগরীর সড়কগুলো দখল মুক্ত রাখান জন্য আহবান করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।