শিরোনাম :
Orphan in Action-এর এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ “এতিমদের সাথে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী

সিলেট বিমান বন্দর থানা বিএনপির আলোচনা সভায় কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে নগরীর সাপ্লাই রোডস্থ একটি হোটেলে মহানগর বিএনপির আওতাধীন বিমান বন্দর থানা বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে। বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল ও দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।
দলের নেতাকর্মীদের কোনও ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহ্বান জানিয়ে কয়েস লোদী বলেন, যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনও অন্যায় করা চলবে না। কারণ দলে কোনও অপরাধীদের আশ্রয় হবে না।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে।
এয়ারপোর্ট থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু খান, আরএমএস ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট রুহুল আমিন লাভলু, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির প্রেসিডেন্টপ্রদীপ কান্ত ধর রন্টু, বন্ধন সমাজ কল্যাণ সংস্থা খাসদবীর সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক, মল্লিকা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি হাবিবুর রহমান জুয়েল, দর্শনদেউরি ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিয়ার রহমান, জালালাবাদ ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তফা হোসেইন আহমেদ শুভন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, , ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ও নুরানী দিঘির পাড় পঞ্চায়েত কমিটি সহ-সাধারন সম্পাদক জালাল উদ্দিন, ফাজিল চিস্ত পঞ্চায়েত কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হোসেন খান, শাহ রুমি সমাজ কল্যান সংস্থার সাবেক সহ-সভাপতি মোঃ ছমির, মুগনিটুলা সমাজ কল্যান সংস্থা সহ- সভাপতি আব্দুল গফুর বেলাল, ছাত্রদল অরগানাইজেশান ইউরোপ এর সভাপতি আবু জাফর রাসেল, ব্যাবসায়ী নেজাম উদ্দীন, মোঃ আজাদ মিয়া, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রনি পাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain