শিরোনাম :
Orphan in Action-এর এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ “এতিমদের সাথে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী

সিলেটে পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আমাদের রাজনীতি হউক দেশ ও মানুষের কল্যাণে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৬ মার্চ) সিলেট নগরীর পৃথক পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, জুলাই-আগস্টের ভয়াবহ গণহত্যার পরও যদি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হতে থাকে এবং যদি মানুষের কল্যাণের বদলে লোভে অন্ধ হয়ে পড়েন, সরকারি অফিস-আদালতের কর্মচারীরা যদি সততার পথ ছেড়ে দুর্নীতির পথ বেছে নেন, সবাই যদি স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দেন, দেশপ্রেমের বদলে স্বার্থপরতায় মগ্ন হন, মানুষ যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়-তাহলে সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের ভিত্তি নিয়ে আবার প্রশ্ন উঠবে।
তিনি আরোও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের বিদ্যমান অরাজক পরিস্থিতি গণমানুষের সে প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করবে। অযাচিত হামলা-মামলা, আইনশৃঙ্খলার অবনতি, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উৎপাত, চোর-ডাকাতের উৎপাত সংশ্লিষ্ট্রদের কার্যক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। গণ-অভ্যুত্থানে রাজপথ থেকে গঠিত অন্তর্র্বতীকালীন এ সরকার সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষার্থে আরোও বেশি তৎপর থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আমরা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করছে না। এমন অবস্থায় দেশের শান্তিশৃঙ্খলা, মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নগরবাসীর পাশে রমজানের প্রথম দিন থেকে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে কাজ করে যাচ্ছে। আগামী ২০ রমজান পর্যন্ত আমাদের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এসময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির সকল কার্যক্রম সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
দুপুরে নগরীর বাগবাড়িতে মরহুম আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর খান মিনারের সভাপতিত্বে ও মহানগর সেচ্ছাসেবক দল নেতা দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ বন ও পরিবেশ সম্পাদন আলী আমজাদ, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ লোকমান, সহ সেচ্ছ সেবক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান সুমন, মহানগর যুবদল সহ সভাপতি প্রানেশ দেব, সোহেল মাহমুদ, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক কামরুল হোসেন হেলাল, মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক আজিজ সাকি, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, মোস্তাকিম সানি, মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক অমিতাব কর, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ রাজু, মহানগর যুবদল নেতা আমির উদ্দীন, সঞ্জয় সিং, ফকর উদ্দীন, যুবদল নেতা লিটন আহমেদ, যুবদল নেতা সুমন দাশ, ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক নির্জন রায়, যুবদল নেতা সামাদ হোসেন, সাদ আহমেদ।
এদিকে বিকেলে নগরীর কাজিটুলায় ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল এবং রুহুল আমিনের যৌথ পরিচালনায় প্রবাসী আব্দুল মান্নান মুন্না ও যুক্তরাজ্য বিএনপি নর্থ ইস্ট শাখা সভাপতি মন্সুর আহমেদ রুবেল সার্বিক সহযোগিতায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ সভাপতি নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মকবুল হুসেন, মঈন উদ্দিন রাসেল, দেওয়ান জাকি, সৈয়দ সারোয়ার রেজা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, মতিউর রহমান শিমুল, যুবদল নেতা রজব আহমদ, সোহেল আহমদ, আমজাদ হুসেন, লিয়াকত আলি ইমন, ফয়েজ আহমদ, ছাত্রদল নেতা নিপুন, শরিফ, হানিফ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain