শিরোনাম :
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায়-কয়ছর এম আহমেদ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: আরিফুল হক মহানগর ২ ও ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভায়-খন্দকার আব্দুল মুক্তাদির তারেক রহমানের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে টিন বিতরণ নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই-এম এ মালিক সিলেটে নতুন ট্রেন চালু, রেল লাইন সংস্কারসহ ৮ দাবিতে রেলপথ অবরোধ

হযরত দরিয়া শাহ(রহঃ)মাজারে ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: প্রতি বছরের বাংলা মাসের ২০,২১ ও ২২ ফাল্গুন কদমতলীতে চিরশায়ীত হযরত শাহ সামালাল শাহ(রহঃ), হযরত শাহ আবিদাল শাহ(রহঃ), হযরত রহমত শাহ(রহঃ)ও হযরত দরিয়া শাহ(রহঃ) এর বার্ষিক ৩ দিন ব্যাপী উরুসের পরিবর্তে পবিত্র কোরআনে খতম, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা
করেন ছাহেব জাদায়ে আল্লামা বালাউটি রাহিমাহুল্লাহ মাওলানা ডা.শাহ মোহাম্মদ ছাফিউর রহমান বালাউটি। গত ৬ মার্চ বৃহস্পতিবার ইফতার মাহফিলে সর্বস্তরের প্রায় দেড় হাজার ভক্ত আশেকান ও রোজাদার মুসল্লিরা এক সাথে ইফতার করেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সাবেক বিডিআর সদস্য কবির আলী, সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়া, মুরব্বী মানিক মিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, এ্যাডভোকেট তাজ উদ্দিন, সিলেট মহানগর বিএনপির নির্বাহী সদস্য মকবুল হোসেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী, সমাজসেবী মনসুর আহমদ, আফজল
হোসেন, কাজী জয়নুল হক, আব্দুল মুনিম আজম আলী, বিএনপি নেতা শ্রী উজ্জ্বল রঞ্জন চন্দ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইছাক আহমদ, সিলেট মটর মেকানিক ওয়াকসপ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনহযরত দরিয়াশাহ (রহঃ) মাজার পরিচালনা কমিটির মোতায়াল্লী সাবেক কাস্টমস
কর্মকর্তা লুলু মিয়া, সাধারণ সম্পাদক মো. আকতার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আকতার উদ্দিন নাদির, কোষাধক্ষ্য আব্দুস সালাম, সহ-কোষাধ্যক্ষ সুমন আহমদ, মাজারের খাদেম ফরিদ মিয়া, দরিয়া শাহ (রহঃ) মাজার মসজিদের কোষাধ্যক্ষ আফছর আহমদ, মাজার কমিটির সদস্য আজমল মিয়া, আছকর মিয়া, আফজল আহমদ, রাজা মিয়া, এম এ মালেক, কালন মিয়া, আতিকুর রহমান ফরহাদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন ইমন, সওকত আহমদ, মেহেদী হাসান সাজাই, সালমান সাবের, মাহিদুল ইসলাম মোহন, আব্দুল মুমিন, তাজু আহমদ, জাকারিয়া
আহমদ, দিলওয়ার হোসেন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain