অনুসন্ধান ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার সাবেক যুবদল নেতা মরহুম আলতাফ হোসেনের বাড়িয়ে গিয়ে তার কন্যার হাতে রমজানের উপহার সামগ্রী ও ফল তুলে দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, এয়ারপোর্টে থানার আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, জেলা বিএনপি নেতা মালেক আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল মুতাকাব্বি শাকি, আকতার আহমেদ, রাফি ইসলাম।