অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন, এতো অত্যাচার নিপীড়নের তারপরও তিনি এদেশের জনগণকে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সঙ্গে ফ্যাসিসদের। তিনি মঙ্গলবার (১১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুবিধা-বঞ্চিত অসহায় পথচারীদের নিয়ে ইফতারের অংশ হিসেবে মহাগর বিএনপির ৪নং ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারী পালিয়েছে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, স্বেচ্ছাসেবক দল মহানগরীর সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক নূর উদ্দিন খান হাসান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, মহানগর ছাত্রদলের সদস্য ফরহাদ আহমদ, সাব্বির আহমদ, ৪নং বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, ফয়সল খান, কয়েস বক্স, যুগ্ম-সম্পাদক সুয়েবুল কিবরিয়া, মাওলানা আব্দুল হালিম, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ৪নং ওয়ার্ড বিএনপির নেতা রাসেল আহমেদ, জহিরুল ইসলাম রায়হান, শহিদুল ইসলাম চিনু, বেলাল হোসেন, মিল্লাদ আহমেদ, ফারুক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি