শিরোনাম :
ইমাম সমিতির সেমিনার সর্বোচ্চ ফিতরা ৫৯৫০ টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা সিলেটে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২ মানুষের অধিকার আদায়ের লড়াইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে: ইমদাদ চৌধুরী মদিনা মার্কেট কোরআন শরীফ, তাসবি, জায়নামাজ ও খাদ্য সামগ্রী বিতরণে কয়েস লোদী সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনো পালিয়ে যায় না-কয়েস লোদী যু্বনেতা নেপু’র এর মায়ের মৃত্যুতে “কয়ছর এম আহমদ এর শোক “ যু্বনেতা নেপু’র এর মায়ের মৃত্যুতে “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ,সিলেট “এর শোক প্রকাশ ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম জিয়া মঞ্চ সিলেট শহীদ মিনারে গণ ইফতারে কয়েস লোদী

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় মহানগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক, বাংলানিউজের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট (সিলেট) মনিরুজ্জামান মনির।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বলেন- পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈীর হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন- সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদি তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে। বিশেষ করে জেলা প্রেসক্লাবের সকল কলমসৈনিক লেখনীর মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এবং জামায়াতে ইসলামি সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুল।
সম্মানিতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) স¤্রাট তালুকদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম তুহিন, পূবালী ব্যাংক সিলেট শাখার ডিজিএম প্রদ্যুৎ কান্তি দাশ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ ফজুলর রহমান শিপু, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা)-এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস মোহাম্মদ ওবায়দুল হক, সিলেট জেলা বাসদ’র আহ্বায়ক আবু জাফর, জেলা বাসদ নেতা প্রণব পাল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, শাবিপ্রবি প্রেসক্লাবে সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ খান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ওলিউর রহমান এবং খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
আলোচনা সভায় বক্তারা বলেন- ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।
বক্তারা আরও বলেন- জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে জেলা প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রেসক্লাবের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইফতার মাহফিলে সম্মানিত অতিথিরা জেলা প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে ক্লাব-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ইফতার মাহফিলে ক্লাবের সিনিয়র সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউএনবি’র সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী ও সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, ক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ’র প্রধান সম্পাদক-প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান মো. ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী প্রমুখ।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি রবি কিরণ সিংহ (মাই¯œাম রাজেশ), কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তা’র বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র সিলেট প্রতিনিধি মো. আব্দুল আহাদ, ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, প্রচার-প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশে খবর’র নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও জাগোনিউজ২৪ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ও দৈনিক বণিকবার্তা’র সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) এবং নির্বাহী সদস্য- দৈনিক শুভ প্রতিদিন’র সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ ও দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain