শিরোনাম :
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সারাদেশে নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরাও জাগ্রত ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ আর এফ । শনিবার (১৫ মার্চ) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমেদ পরিচালনায়

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফর আলী খান, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেটের সম্পাদক এনায়তুর রহমান নিরুপম, বেসরকারি শিক্ষক নেত্রী জাহানারা আক্তার, মানবাধিকার কর্মী শিক্ষানবিশ অ্যাডভোকেট বাবলু, মানবাধিকার সংগঠন অধিকার সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন সবার উর্ধ্বে, আইনের উর্ধ্বে কেহ নয় “মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ ও দুর্নীতিরোধে আমরা সচেষ্ট” দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা চরম উদ্বেগ, ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, নারী-শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মানবতা বিবর্জিত এসব অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিচারহীনতা নয় তো বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা কমছে না বরং বাড়ছে। ধর্ষক ও নারী শিশু নির্যাতনকারীদের প্রতি কোনো প্রকার সহানুভূতি বা শিথিলতা দেখানোর সুযোগ নেই। তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দাবী ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain