শিরোনাম :
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল দেশের মেহনতি, গরীব ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন। আমাদের তাঁরই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৬ বছর জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম হিসেবে রুপান্তরিত করেছিলেন। যার খেসারত দিচ্ছে জাতীয় পার্টির কোটি নেতাকর্মী। সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের এখন নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের তাদের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (১৬ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, মুরাদ আহমেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক সোবহান চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহনগর ছাত্রসমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা যুব সংহতির সভাপতি লায়েক আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain