শিরোনাম :
সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায়-কয়ছর এম আহমেদ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: আরিফুল হক মহানগর ২ ও ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভায়-খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। চিকিৎসা পেশা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদেরকে সেই মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তাহলে সমাজ উপকৃত হবে এবং মানুষ সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের আশীর্বাদ পাবে। বক্তারা বলেন, সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট বরাবরই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ সংগঠন এ ধরনের সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জিয়াউর রহমান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আবেদ হোসেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক শাহরিয়ার হোসেন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এ. কে. এম. দাউদ, পরিচালক প্রফেসর মো. তারেক, ডা. শামীমুর রহমান, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক সৈয়দ মামুন মোহাম্মদ, ডা. তাওহিদুল ইসলাম এমদাদ, ডা. জাকারিয়া মানিক, ডা. আফরোজা রশীদ নিপা, ডা. তবিবুল ইসলাম, ডা. ধ্রুব জ্যোতি রায় ছৌধুরী, ডা. ফারজানা সুমা, অধ্যাপক সুবীর কুমার দাস, ডা. পরিমল কুমার দেব, অধ্যাপক আবু ইউসুফ ভূইয়া, ডা. ফারহানা হক প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার উদ্দিন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain