শিরোনাম :
সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তির শেষ নেই আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক-সারাদিন ঘুরওে মিলছে না বিকল্প কর্মক্ষেত্র সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবক মতবিনিময় সভা চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৫ দফা দাবীতে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (বি-১৪১৮) এর উদ্যোগে ৫ দফা দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর কদমতলী বাস টার্মিনালে উক্ত মানবনবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে সিলেটের ৯টি শ্রমিক উপ কমিটির নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত হয়ে একাত্মতা পোষন করেন। এছাড়া একই সময়ে ৫ দফা দাবীতে সিলেট বিভাগের ৭০টি স্থানে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর কোষাধ্যক্ষ আব্দুস শহীদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, সদস্য আতিক মিয়া ও শাহ রিপন প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের ৫ দফা দাবী পেশ করেন। দাবীগুলো হলো- সড়ক দুর্ঘটনায় মামলায় বাদীপক্ষ আদালতে আপোষনামা প্রদানের পরও সড়ক পরিবহন আইন ২০১৮-এ চালকদের জামিন প্রধান না করায় চালক জুয়েল, হাফিজ, সাহাব উদ্দিন ও হেলপার রহিমকে কারাগারে থাকতে হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তির দাবী জানান তারা। একই সাথে ড্রাইভিং লাইসেন্স নবায়নে চালকদের ডোপ টেষ্ট সনদ প্রদান সিস্টেম বাতিল ও নতুন ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নের ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদানের আহ্বান জানানো হয়। মানববন্ধনে সরকারি খাস জমিতে পার্কিং স্থান প্রদান, রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধের দাবী জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি হলেও তাদেরকে আজ জাতির কাছে ঘাতক হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে। অথচ শ্রমিকরা সরকারকে ঠিকিয়ে রাখছে। কোন চালক ইচ্ছা করে কাউকে হত্যা করেনা। অধিকাংশ মানুষ রংসাইডে গিয়ে গাড়ীর সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় কবলিত হয়। অথচ মামলা হয় চালকের বিরুদ্ধে। প্রশাসন পরিবহন শ্রমিকদের তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে চালকদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। অন্যথায় পরিবহন শ্রমিকরা কঠোর কর্মসূচী ঘোষণা দিতে বাধ্য হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain