শিরোনাম :
সিলেটে ৩ ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর হল চালু জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট বিভাগের প্রতিনিধি সভা মিজানুর রহমান পাভেলের মাতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা শান্তিগঞ্জ সমিতি সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কবির, সম্পাদক এমদাদ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি বন্যার পানি দীর্ঘ স্থায়ী উদ্বেগে দিন কাটে গোয়াইনঘাটবাসীর আওয়ামীগ এর ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেটবাসী ও নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান

জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট বিভাগের প্রতিনিধি সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেছেন, গণঅভ্যুত্থান কোনো উদ্দেশ্যহীন আন্দোলন নয়; এটি একটি রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য জনগণের আন্দোলন। ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। এক স্বৈরশাসক পালিয়ে গেলেও অন্য স্বৈরশাসকরা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যদি রাষ্ট্রের মূল কাঠামো সংস্কার না করি, তাহলে শুধুমাত্র নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সমাজে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। একই প্রথা আবার ফিরে আসবে, একই সমস্যার পুনরাবৃত্তি ঘটবে। এ কারণেই দীর্ঘ ৩৫ বছর ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলগুলো রাষ্ট্রীয় সংস্কারের কথা বলে আসছে। আজ সেই কথা আর বিলম্ব করার সুযোগ নেই।
তিনি বলেন, আমাদের প্রয়োজন যুগোপযোগী, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। স্বাধীন দেশে আজও আমরা একটি প্রকৃত স্বাধীনতা-উপযোগী সংবিধান পাইনি। নাগরিক হিসেবে আমাদের ভোটের অধিকার বহু বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর আমরা সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারিনি। যদি আমাদের একটি সুষ্ঠু ভোটের অধিকার নিশ্চিত না হয়, তাহলে ছাত্র-জনতার এই অভ্যুত্থান ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক বিগত দিনে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। বিদ্যমান শাসনব্যবস্থার সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব কখনো অনিয়ম-দুর্নীতি করেননি। বরং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় রোখে দাঁড়িয়েছেন। তিনি সবসময় দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) দেশের জন্য এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে। জেএসডির ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে দেশে শান্তি ফিরবে না। জেএসডি চায় দেশের মানুষ সুখে ও শান্তিতে থাকুক। এই দাবি না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে। যদি আমাদের কর্মসূচিতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাহলে আমরা সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের লক্ষ্য হবে- এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা তৈরি করা, যেখানে যেকোনো যৌক্তিক দাবিতে আমরা রাস্তায় দাঁড়াতে পারি, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়।
গত শনিবার (৩ মে) সকাল ১১টায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে শ্রমজীবী-কর্মজীবী-পোশাজীবী জনগণ এক হও এই স্লোগনকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সিলেট বিভাগের উদ্যোগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশ, স্ব-শাসিত স্থানীয় সরকারসহ সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়নের দাবীতে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ জেলা জেএসডির সভাপতি দেওয়ান ইসকন্দর রাজার সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এবং যুক্তরাষ্ট্র জেএসডির আহবায়ক শাহেদ কামাল চৌধুরী টিটুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেন মন্টু। বক্তার বক্তব্য রাখেন মোলভীবাজার জেলা জেএসডির সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দীবা, কেন্দ্রীয় ছাত্রলীগের আহবায়ক মুললেহ উদ্দীন বিজয়, সুনামগঞ্জ জেলা ডেএসডির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিলেট জেলা শ্রমিক জোটের সদস্য সচিব আনোয়ার হোসেন, ডেএসডি নেতা আব্দুল মুজিব, কুলাউড়া ডেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন জিলু, বাংলাদেশ জাসদ সিলেট জেলা সহ সভাপতি লাল মোহন দেব, বিয়ানীবাজার ডেএসডির সভাপতি হোসেন আহমদ, যুব সংগঠক আমীন তাহমিদ, সুনামগঞ্জ ডেএসডির সংগঠক সালমান খান, জেএসডি নেতা রিয়াজ উদ্দিন, সদস্য মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain