শিরোনাম :
সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল সিলেটে বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম স্ট্যান্ডে ৫টির জায়গায় ৩০টি গাড়ি রাখা হচ্ছে : এসএমপি কমিশনার বিএনপির ক্ষমতায় আসলে গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে-জালালী পংকি বিয়ানীবাজারে ৩১ দফা বাস্তবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন সিলেট চেম্বার নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি সিলেটে এখনো চলছে পাথর চুরি, আটক-১ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন

ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ এর ওপর হামলার প্রতিবাদে ও তীব্র নিন্দা জানান সিলেট কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে সিলেট কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ । আহত অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। আমরা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি, আহত এস. এম. ফাহিম আহমদ এর আশু সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, গত বুধবার (৭ মে) রাতে নগরীর ওসামানী মেডিকেল সড়কস্থ বাঘবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার প্রতিবাদ জানানো হয়। সেখানে ওই এলাকায় অতর্কিতভাবে সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস. এম. ফাহিম আহমদ ওপর হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain