অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর যুবদলের উদ্যোগে ঢাকায় আগামী ২৭ মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) রাতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ একটি কমিউনিটি সেন্টারে ৪, ৫, ৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, এই সমাবেশ কেবল একটি কর্মসূচি নয়, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতিচ্ছবি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিকে সফল করতে হবে। তারুণ্যের শক্তিই গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম হাতিয়ার। তিনি ঢাকায় গিয়ে সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকি এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরের সহ সভাপতি আমিন আহমদ, সৈয়দ আমিন আহমদ, জামাল উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগরের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, শামীম রেজা, মো. সাহেদ আহমদ, দুলাল আহমদ, বদরুল ইসলাম, উবায়দুর রহমান সজিব, নূর উদ্দিন খাঁন হাসান, সাহেল রহমান, আব্বাস উদ্দিন, আহমদ খান জুনেদ, সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাসুম, শহিদুল হক সোহেল, কাওসার হোসেন খাঁন, আলী ইসলাম, নাজির আহমদ, শাহরিয়ার মোর্শেদ শাকিল, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, তানভীর আহমদ, সুমন মজুমদার, রুহেল উদ্দিন, মুহিবুর রহমান ছোট মিয়া, ফাহদা আহমদ কমল, জাবেদ আহমদ, নাঈম আহমদ রাবেল প্রমুখ। বিজ্ঞপ্তি