শিরোনাম :
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন:আহ্বায়ক মোহিদ, সদস্য সচিব ইমরান সাজা থেকে খালাস পেলেন তারেক রহমান ও জোবাইদা রহমান সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদক বিরোধী অভিযানে-সিলেটে র‌্যাবের জালে ৩ বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন সিলেটের নেতাকর্মীরা বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২১ জনকে পুশইন করল বিএসএফ

জাতিসংঘের মানবাধিকার সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন ডক্টর এনাম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জাতিসংঘের আমন্ত্রণে মানবাধিকার বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি আগামী ২৭ এবং ২৮ মে দোহায় অনুষ্ঠিব্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। তিনি সোমবার (২৬ মে) সকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যালায়েন্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবাধিকার, সুযোগ, ঝুঁকি, উন্নত ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর এনামুল হক চৌধুরী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
কাতারের রাজধানী দোহার রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিতব্য মানবাধিকার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনে কিভাবে আমূল পরিবর্তন আনছে এবং যোগাযোগ পদ্ধতি, কর্মপ্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনধারার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দুই দিনের এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও প্রথম দিনে চারটি প্রধান অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর একটি পূর্ণাঙ্গ অধিবেশন ছাড়াও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর আলোচনার ফলাফল পর্যালোচনা অধিবেশন, সমাপনী বিবৃতি এবং সুপারিশ উপস্থাপনের জন্য সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। ডক্টর এনামুল হক চৌধুরী সম্মেলনের প্রতিটি পর্বে উপস্থিত থেকে আলোচনা ও মতামত প্রকাশে অংশগ্রহণ করবেন। তিনি সফল সফর ও প্রত্যাবর্তনের জন্য সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য- পতিত ফ্যাসিস্ট হাসিনার অবৈধ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে দিয়ে নির্যাতনের বিরুদ্ধে ডক্টর এনামুল হক চৌধুরী আন্তর্জাতিকভাবে বিশেষ করে আরব বিশ্বে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ব্রিটেন সফরকালে কাতারের আমিরের কাছ থেকে রাজকীয় বিমান নিয়ে আসার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর এনাম চৌধুরীর এ সফল কূটনীতির জন্য প্রশংসা করেন। এছাড়া কঠিন দুঃসময়ে সবসময় আশপাশে থেকে সহযোগিতা করে তিনি বেগম খালেদা জিয়ার আস্থা ও স্নেহভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain