অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিভিন্ন ধর্মের ভিন্নতা থাকলেও আমাদের সকলের বড় পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সনাতন ধর্মবলম্বীগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারেন সেদিকে বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনসহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি গত (২৭ সেপ্টেম্বর) ৮ নং ওয়ার্ড এর করেরপাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপহার স্বরুপ নগদ অর্থ বিতরণ কালে এসসব কথাগুলো বলেন। নগরীর করেরপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি অরবিন্দ দাস এর সভাপতিত্বে
এসময় প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক দেবজিৎ মজুমদার রতন, ৮নং বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান,সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, বিমানবন্দর থানা আহবায়ক তুষার চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাশেদ আহমদ, জালালাবাদ থানা সদস্য সচিব মানিক মিয়া।
এসময় আরোও উপস্থিত ছিলেন, শাপলা সংঘ ও লোকনাথ মন্দির এর সভাপতি মৃনাল দাস ও সাধারণ সম্পাদক নৃপেন্দ কুমার দেব নিপু , স্বেচ্ছাসেবক দলনেতা সালেক আহমদ, ৩৭ নং ওয়ার্ড মহিলা দল আহবায়ক হালিমা কবির তিথি, ৮ নং ওয়ার্ড মহিলা দল নেত্রী দিলারা বেগম, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, সেবুল আহমদ, ইকবাল আহমেদ, রহমান আহমদ, রাসেল আহমদ বেনু, মঞ্জু মিয়া , নুরুজ্জামাল, আব্দুল হাশেম, শাহ আলম, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ।