সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত-খুশি ভক্তরা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মহাঅষ্টমীতে সিলেটে দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পূজা সম্পন্ন হয়েছে। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। মূলত, এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়। সেই সঙ্গে জাগ্রত হন দেবী দুর্গা। দশহাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে।

কুমারী পূজায় আসা ভক্ত ও দর্শনার্থীরা জানান, নারীকে সম্মানের জন্য কুমারী কন্যাকে মাতৃভাবে পূজা করা হয়। সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় খুশি ভক্তরা। প্রতিবছর যাতে কুমারী পূজা অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা তাদের।

এদিকে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ‘মহাসপ্তমী’, ‘মহাঅষ্টমী’ ও ‘মহানবমী’ পূজা শেষে ২ অক্টোবর বৃহস্পতিবার ‘মহাদশমী’ পূজার মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। এবার দেবী দুর্গার আগমন গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। আর দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলা বা পালকিতে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain