অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-০৪ আসনের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি বাজারে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এসময় তিনি বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে আছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি আর তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, ৬নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবলুল হোসেন বাবুল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মহানগর যুবদলের ত্রাণ পুর্নবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসাইন পাখি মিয়া, সহ-সভাপতি সওয়াব আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক, জেলা ছাত্রদলের সদস্য কামিনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন সুলতান, এমসি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক গিয়াস রানা, এম সাইফুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক আফজল, সহ-সভাপতি দুলাল, ছাত্রদল নেতা জসিম উদ্দিন মুন্না, ইব্রাহিম, হাসান, ওয়াহিদুর, তামিম, ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।