সিলেট চেম্বারের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের নেতৃবৃন্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী ১ লা নভেম্বর শনিবার অনুষ্টিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতাশেমূল হক, এনামুল কুদ্দুস ও নাফিস যুবায়ের প্যানেলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ২টায় ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতাশেমূল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদি পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন,মো: ইমরান হোসাইন, মো: আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, শামসুর রহমান কামাল, মো: মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ ও আবু সুফিয়ান, এসোসিয়েট পরিচালক প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তপাদার, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো: মামুনুর রশিদ ও দিবাকর দাস ঝোটন।
মনোনয়নপত্র জমাদানকালে আরো উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী,চেম্বারের সাবেক পরিচালক ও সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলীমুল এহছান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকির চৌধুরী, সিলেট দোকান মালিক সমিতির আলহাজ্ব আব্দুল হামিদ (কালা মিয়া), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বাংলাদেশ সিএনজি স্টেশন মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম প্রমুখ।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না দিয়ে সিলেট চেম্বারকে অকার্যকর করে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের পর ব্যবসাবান্ধব চেম্বারের দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে এ নির্বাচন হচ্ছে। সিলেটের ব্যবসায়ীদের নানাবিদ সমস্যা দূরীকরণ ও সিলেটকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। আমরা ব্যবসায়ীদের ভ্যাট-টেক্স, ব্যাংকিং সমস্যা সহ সকল সমস্যা দূরীকরণে কাজ করবো। চেম্বারকে ফ্যাসিস্ট মুক্ত করে আদর্শ চেম্বার হিসেবে গড়ে তোলতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের মাধ্যমে চেম্বারকে এগিয়ে নিতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীদের ভোট দিতে এবং সহযোগিতা করতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain