নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততাকে গুরুত্ব দিতে হবে-মাওলানা তাজুল ইসলাম হাসান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, “ভোট একটি আমানত এবং আমাদের সবাইকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নির্বাচনে ভোট দেয়া মানে স্বাক্ষী দেয়া, পরামর্শ দেয়া এবং ভালো মানুষ হিসেবে সত্যায়িত করা। আপনার একটি ভোটে কেউ যদি প্রতিনিধি হয়ে অন্যায় কাজ করে, অনৈতিক সুবিধা ভোগ করে, তাহলে এই অন্যায় ও অনৈতিক কাজের দায়ভার আপনাকেও বহণ করতে হবে। এজন্য নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সততা ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে আমরা আশাবাদী।”
খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানার আওতাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আলীম আলমের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় নগরীর পরগনা বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ইমদাদুল হক ইমরান, সাধারাণ সম্পাদক প্রভাষক শাহিন আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ইসলাম উদ্দিন, শাহিন আহমদ, মাওলানা হাসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain