নারী উন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ: আব্দুল কাইয়ুম জালালী পংকি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বিএনপি একটি নারী বান্ধব দল এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ঐতিহাসিক অবদান রেখে এসেছে। তিনি বলেন, আগামী দিনেও বিএনপি নারী উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে।
তিনি বলেন, গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তিনি মহিলা দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে জোর প্রচারণার আহ্বান জানান এবং বলেন, বিএনপির বিরুদ্ধে একটি দল নারী কর্মীদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে যেনো গ্রামগঞ্জের মহিলারা বিভ্রান্ত না হন, সে দিকে বিশেষ নজর রাখতে হবে।
তিনি শনিবার (৪ অক্টোবর) সিলেট মহানগরের ১১নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খালেদা আক্তারের সভাপতিত্বে ও সদস্য কাজী আমাল রীতার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহেরা ফারুক শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিলা কানন জেরীন, আছমাহুল হুসনা খান, রোসনা বেগম, মুন্নী খানম, জয়ন্তী বালাদেবী, মহনগর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিদ্যুত শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিলীপ কুমার দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain