শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে কামাল বাজারে খান জামালের প্রচারণা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিলেটবাসী আর বঞ্চনা সহ্য করবে না : কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর দাবির সাথে একমত ডিসি’ : ১৫ দিনের আল্টিমেটাম সিলেটস্থ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সাথে মতবিনিময়- কয়ছর এম আহমেদ সিলেটবাসী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত-আরিফুল হক সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায়-খন্দকার আব্দুল মুক্তাদির

বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায়-খন্দকার আব্দুল মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ফ্যাসিস্ট সকারের আমলে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ পুনর্গঠনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে সাধুরবাজার এলাকায় সিলেট নগরীর ২৬নং ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাধুর বাজার এলাকা বিশিষ্ট মুরব্বি ডাক্তার এম এ হক এর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নজমুল ইসলাম, সহ সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড সভাপতি কতার রশিদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর বিএনপির সদস্য সৈয়দ মকবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত সিলেট মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার মামুন, ২৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসাক আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী জসীম উদ্দীন, জালাল আহমদ, শহীদ আহমদ, শাহ আলম, বদর আহমদ, কাজল মিয়া, ইসাক আহম নুরু, ন্নবী ঝন্টু, হাসান আহমদ, কামাল আহমদ, নাসির আহমদ, মেহেদী হাসান, আজাদ আহমদ, সুমন আহমদ, শাহিন মিয়া, এনাম আহমদ, লায়েক আহমদ, সোহেল আহমদ, ঝুমুর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain