এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়া আসামিদের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থেকে মুক্তি দিতে কাল থেকে চালু হচ্ছে অনলাইন জামিননামা প্রেরণ ব্যবস্থা। এর ফলে জামিন মঞ্জুর হওয়ার পর এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, ‘বর্তমানে একজন আসামিকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। অনেক ধাপে তাকে হয়রানি ও অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হয়। এসব দুর্ভোগ দূর করতে আমরা একটি ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছি। আগামীকাল থেকেই এটি পরীক্ষামূলকভাবে চালু হবে। এখন থেকে আদালতের রায় ঘোষণার পর এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে আমরা সরকারের বরাদ্দ অর্থই ব্যবহার করেছি, কোনো বাইরের সহায়তা লাগেনি। আমাদের নিজস্ব বিভিন্ন দপ্তরে প্রচুর তহবিল রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬শ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে প্রায় ১৫শ কোটি টাকা জমা আছে, যা দিয়েই আমরা উন্নয়নমূলক কাজ এগিয়ে নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, শিগগিরই বিচার বিভাগ সচিবালয় আইন, গুম সংক্রান্ত আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানবাধিকার আইন সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain