শিরোনাম :
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা

শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, গোটা মানবজাতির জন্য রাসুল (সাঃ) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজী (সাঃ) এর সীরাত ও ছুরতের অনুসরণ আমাদেরকে সোনার মানুষে পরিনত করতে পারে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে কুরআন ও হাদীস অধ্যয়নের পাশাপাশি এর অনুসরনের প্রতি জোর দিতে হবে। তাহলে গোটা জাতি উপকৃত হবে। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরকে কাজ করতে হবে।

তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ভুমিকা বিশে^র বুকে আমাদেরক নতুনভাবে পরিচিত করেছে। গণঅভ্যুত্থানের পরও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ না হওয়া জাতির জন্য দুঃখজনক। এজন্য ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিতে তাদেরকে মেধা ও নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে হবে।

তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরেরগাঁও শাখার সীরাত প্রতিযোগিতা, বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতা ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতা, বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেটের প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে, নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও সীরাত সপ্তাহ উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরেরগাঁও শাখার সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা মতিউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন মাওলানা খলীলুর রহমান, সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা ইমদাদুল হক ফয়েজী, মাওলানা আনওয়ার হোসাইন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা হানিফ হোসাইন, সাংবাদিক এমজেএইচ জামিল, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, শিক্ষক ওবায়দুল হক, মতিউর রহমান, শাহীন আলম, খোরশেদ আলম মহসিন, শেখ ইউনুছ আলী, আজিজুর রহমান, মেহেদী হাসান, আলা উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমীর হোসাইন ও কায়েস আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain