অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমি একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানব হিসেবে সবসময় সিলেটবাসীর কল্যাণে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা চাই এই অনুষ্ঠানটি শুধু সিলেটবাসীর জন্য নয়, বরং দেশের সকল সম্প্রদায়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠুক। তিনি বলেন, এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা, যাতে সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে। যতটুকু সম্ভব আমরা সিলেটের জনগণের জন্য কাজ করবো। এই অনুষ্ঠানটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের সমাজের ঐক্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির সুযোগ। সিলেটের সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা গড়ে ওঠা উচিত, যাতে আমরা একটি শক্তিশালী এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সিলেটের প্রতিটি মানুষ এবং সম্প্রদায় একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের প্রদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি আশা করি, সবাই মিলে এমন কাজ করতে পারবো, যা দেশের এবং মানবজাতির কল্যাণে সহায়ক হবে। আমি আপনাদের যে কোনো সমস্যা বা অসুবিধা সব সময় পাশে থাকবো। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সমাজে শান্তি ও ঐক্য বজায় থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এই অনুষ্ঠান সফল করার জন্য কাজ করেছেন।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ব্রাহ্মণশাসন নয়াবাজার আখালিয়ায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতির বাবু চন্দ্রশেখর বড়ুয়া এর সভাপতিত্বে ও প্রভাষক রিমা চৌধুরী এবং চন্দ্রিকা বড়ুয়া মন্টিদ্বয়ের যৌথ উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, পণ্ডিত ধর্মরাজ বিহার আবুরখীলের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মদর্শন থের, পূর্ব আবুরখীল তালুকদারপাড়ার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ থের, আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের শ্রীমৎ সমিরানন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ শ্রদ্ধানন্দ ভিক্ষু, শ্রীমৎ আনন্দশ্রী শ্রমণ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিটু চৌধুরী, সিলেট বৌদ্ধ সমিতির প্রধান উপদেষ্টা জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুন, উপদেষ্টা সুকান্তি বড়ুয়া, আদেশ বড়ুয়া, অরুনালোক বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু পলাশ বড়ুয়া, মৈত্রী ৭ম প্রকাশনার সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক স্বরূপ বড়ুয়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সচিব মিলন বড়ুয়া, যুগ্ম সচিব রাজু বড়ুয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন বড়ুয়া, রাজন বড়ুয়া, লিটন বড়ুয়া, সুকান্তি বড়ুয়াল, আদেশ বড়ুয়া, পিপলু বড়ুয়া, বিজন বড়ুয়া, আকাশ বড়ুয়া, বিজয় বড়ুয়া, জয় বড়ুয়া, তিতাস বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক, আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি